বুধবার, ৫ মে, ২০২১

ফেসবুক পেজের লাইক বাড়ানোর টিপস

  

ফেসবুক পেজের লাইক বাড়ানোর টিপস

১. ফেসবুকে ছবি পোস্ট করুন, একটা পোস্ট লিখেছেন সেখানে টেক্সট লেখার থেকে সেটা যদি একটা ছবি আকারে পোস্ট করেন তাহলে সেটা রিচড বেশি হয়। আর লেখা দিলে লেখার সাথে একটা ছবি দিন।

২. সব থেকে বেশি মানুষ পেজ লাইক করে না অথবা লাইক দিয়ে ও পরে ডিজলাইক করে। তার কারন হচ্ছে ইন্টারেস্টিং পোস্ট না পাওয়া। তাই ইন্টারেস্টিং পোস্ট দিন

৩. ওয়েবসাইট থাকলে ফেসবুক লাইক বক্সের প্লাগিন ব্যবহার করুন, অনেকেই যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে তারা হয়তো সেখান থেকে আপনার পেজ লাইকভদিবে।

৪. আপনার পেজের সাথে মিল এরকম অন্য পেজে অংশগ্রহণ করুন। আপনার পার্সোনাল প্রোফাইল থেকে না, আপনার পেজ থেকে সেই পেজের পোস্টে কমেন্ট করুন। তবে পেজের লিংক না,'এই পেজে লাইক দিন' এই রকম না বরং আপনি সাধারণ ভাবে কমেন্ট করুন আপনার পেজ থেকে।

৫. আপনার পেজে কন্টেস্টের আয়োজন করতে পারেন। সেখানে বলতে পারেন যারা এই পেজে লাইক দিবে, কমেন্ট করবে পোস্টে ইত্যাদি ইত্যাদি তাদের জন্য বিভিন্ন রকম গিফট থাকবে। কন্টেস্টের মানে এই না যে অনেক বড় করে কিছু করতে হবে সেটা না। আপনার বাজেট যতটুকু ততটুকু দিয়ে শুরু করুন।

৬. একটা ছবি পোস্ট না করে অনেক গুলো ছবি পোস্ট করুন, দেখা গেছে একটা ছবির থেকে অ্যালবাম পোস্ট বেশি কাজ করে

৭. সেল পোস্ট প্রমোশনাল পোস্টের থেকে নন-প্রমোশনাল পোস্ট বেশি দিন, এক্সপার্টরা বলে ৮০-২০ রেশিও ফলো করতে, ২০% সেল পোস্ট, ৮০% নন-প্রমোশনাল পোস্টযযেমন টিপস, বাণী, মজার ভিডিও ইত্যাদি দিতে পারেন।

৮. আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইল আপনার পেছনের লিংক দিন।

৯. পোস্ট যত ছোট এবং মজার করা যায় তত ভালো, দেখা গেছে ১০০-১১৯ শব্দের পোস্ট বেশি এঙ্গেজ হয়েছে।

১০. বিভিন্ন রকম অফার, ডিসকাউন্ট দিন আপনার বিজনেস পেজ, ৪২% মানুষ বলেছে তারা বিভিন্ন ডিসকাউন্ট এবং অফার পছন্দ করে।

১১. যদি সম্ভব হয় আপনার পার্সোনাল পোস্ট ও দিবেন। আপনার ছবি, বিজনেসের বিভিন্ন সময়ে তোলা ছবি সাথে সেটার গল্প, মানুষ জানতে চাই যে আপনি আসলেই আছেন কি না বিজনেসের পিছনে।

১২. রেগুলার আপনার পেজের ইনসাইট দেখবেন এবং জানবেন কোন সময় আপনার পোস্টের রিচড ভালো হলো, কোন ধরনের পোস্টে লাইক কমেন্ট শেয়ার বেশি হলো, কী ধরনের দশক আছে আপনার পেজে ইত্যাদি ইত্যাদি। তাহলে পরবর্তী পোস্ট এখান থেকে ধারনা করে দিতে পারবেন।

১৩. আপনার অ্যাড টার্গেট করে দিন, টার্গেট ছাড়া অ্যাড দিলে সেখানে কেমন লাভ হবে এইটা বলা কঠিন। সব থেকে ভালো হয় আপনি যদি আপনার পেজে ইতিমধ্যে যারা লাইক দিয়েছে তাদেরকে সবার আগে টার্গেট করেন। ফেসবুক পেজে আপনার ইতিমধ্যে যারা লাইক দিয়েছে তারাই আপনাকে একটু অথবা অনেক ভালো করে চিনে তাই সম্ভাবনা বেশি থাকে যে তারা আপনার ক্রেতা হবে।

১৪. পেজের সাথে মিলিয়ে একটা গ্রুপ ওপেন করুন। সেখানে বিভিন্ন পোস্ট দিন, শুধু সেল পোস্ট না, সেল পোস্ট প্রথমে না দিলেই ভালোর। যেমন আপনার প্রোডাক্ট হচ্ছে মেয়েদের ড্রেস তাহলে মেয়েদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক পোস্ট দিন, রূপচচাবিষয়ক পোস্ট দিন, প্রশ্ন উওর পর্ব করুন ইত্যাদি ইত্যাদি। পেজেকে লিংক করুন গ্রুপের সাথে। দেখবেন এই ভাবে ও অনেক লাইক আসবে।

১৫. আপনার পোস্টে অন্য পেজকে ট্যাগ করুন এতে সম্ভাবনা থাকে যে তাদের পেজে আপনার পোস্ট দেখা যাবে এবং সেই পেজের যারা লাইক দিয়েছে তারা আপনার পেজেও লাইক দিবে ।

১৬. কিছু পোস্ট দিন যে গুলোতে কমেন্ট আসবে অনেক। যেমন আপনার প্রিয় কোনটা, দুইটা ছবি দিলেন সেখানে কমেন্ট করুন, জানতে চাইতে পারেন কূ কোথায় থাকে, কার জন্মদিন কবে, কোন প্রোডাক্ট আনলে ভালো হতো, আগের প্রোডাক্ট কেমন ছিল - এই ধরনের পোস্ট বেশি বেশি ফেসবুকের পেজে দিন, ফেসবুক যখন দেখে একটা পেজে অনেক কমেন্ট, শেয়ার আসছে তখন পোস্টটাকে প্রমোট করে।

১৭. এখন ভিডিওতে অনেক বেশি রিচড হয় তাই বিভিন্ন ভিডিও পোস্ট করতে পারেন। ভিডিও বুস্টও করতে পারেন, ভিডিও অ্যাডের দাম অনেক কম ফেসবুকে।

১৮. জনপ্রিয় পেজে ম্যাসেজ দিয়ে পেজের মালিকের সাথে কথা বলে দেখতে পারেন পার্টনারশিপের মতো কাজ করা যায় কি না, যেমন আপনি তার পোস্ট আপনার পেজে দিবেন। সে আপনার পোস্ট তার পেজে দিবে, সেক্ষেত্রে অনেক বড় পেজ হয়তো এরকম কিছুতে রাজি হবে না, তাই ছোট ছোট পেজের সাথে কথা বলাই ভালো তবে আপনার বিষয় সম্পর্কিত পোস্ট হতে হবে। 

ফেসবুক পেজের লাইক বাড়ানোর টিপস
4/ 5
By
Add your comment